যখন রক্ত রাঙা সূর্য উঠল
আকাশ পটে;
যখন রাঙা গগন ভরল তখন
সোনার রঙে;
ও রঙ ছড়িয়ে পৃথিবী সতেজ হল
রাতের আঁধার দূরে সরে
সকালকে নিয়ে এল
তখন কর্মের ব‍্যস্ত মানবকুল
কর্মে ব‍্যস্ত হল।
ভ্রমর এলো গুনগুনিয়ে
ফুলকে অভিনন্দন করল;
ফুল এলো রাঙিয়ে সংসার
মধুপ মধু খেল।
তারপর তো বাস্তব এলো
ওতো ভালো লাগল না
ফুলের গায়ে কীট ছিল
কেউ তা দেখল না।
ও ফুল ভগবানের
পূজায় লাগে না ;
রঙে রঙে রঙ ছড়িয়ে
ভাত জোটে না।
সুরে সুরে সুর মেলালে
ভগবান আসে না ;
বাস্তব বড়ো কঠিন ঠাঁই
সুখের কল্পনা হয় না।