সূর্য আসে আলোর রথে
আঁধার বলে,"যাই";
পাখি ডাকে গানের সুরে
"কোথায় তারে পাই"।
কুলু কুলু সুরের তানে
ঢেউ ওঠে আর পড়ে
নদী ধায় সমুখ পানে
তোমায় খুঁজে ফেরে।
মেঘ আনে ঝাঁপিয়ে বৃষ্টি
অন্ন জলের তরে
ইথার থাকে আকাশ মাঝে
দৃষ্টি রক্ষা করে।
সবাই চলে তোমার খোঁজে
দিশা নাহি পায়;
কোথায় তুমি সৃষ্টি কর্তা
কেউ চেনে না তোমায়।
আদি তুমি অন্ত তুমি
বিজ্ঞান দিশা পায় না ;
সব জানার তকমা এঁটে
বিজ্ঞানীরা কুল পায় না।
গড়াপেটার খেলা তোমার
আঁধার ছেয়ে আসে ;
কী চাও তুমি কেউ বোঝে না
থাক কোন দেশে।
ধর্ম তোমার কোন ভেদ নাই
মূঢ ভেদাভেদ করে ;
সৃষ্টি স্থিতি প্রলয় জানি
তোমার নির্দেশই মানে।
আকাশ ফুঁড়ে প্রশ্ন ওঠে
সপ্তর্ষি মণ্ডলে;
খোঁজে মানুষ চলছে আত্মা
গ্রহ হতে গ্রহান্তরে।
আসল প্রশ্ন ভুলে কেন  
হিংসা বয়ে আসে,
সকল ধর্ম তোমায় খোঁজে
মানুষ যেন না ভোলে।