কাঁদো কেন মনরে আমার
কাঁদো কেন মন;
চন্দ্র আছে সূর্য আছে
আছে ত্রিভুবন।
সবই আছে আগের মত
কিন্তু সে ত নাই ;
আঁধার শেষে দিবস আসে
দিবস গেলে কিছুই নাই।
সবই যেন নিয়মে চলে
শুধু সেই ত নাই।
সে ছিল আমার নয়নমণি
একটি মাত্র ধন;
খুঁজে বেড়াই তারে আমি
দেশে দেশে করি ভ্রমণ।
ও যে আসব বলে চলে গেল
ফিরল না ত আর ;
কাঁদি আমি উচ্চৈঃ স্বরে
ফিরবে কি আবার!!
চন্দ্র সূর্য গ্রহ তারা
আমার পানে চাও
লুকিয়ে কেন রাখ তারে
রাজায় এনে দাও
আমার রাজায় এনে দাও।
(রাজা আমার পুত্র)