রক্ত! রক্ত! এতো রক্ত কেন?
এ যেন ধ্বংস রেখা
এ কি জীবনের শেষ জেনো
আছে সে রক্তে লেখা।
হোথায় বাজে যুদ্ধ দামামা
শান্তির বাণী শোনালে শোনে না
মরণ মারণ পণ করে ওরা
জীবনের শেষ গাইছে ;
মরণ তখন অট্টহাস করে
জীবন লুপ্ত করছে।
ওরে যুদ্ধপিয়াসী সম্ভারো অস্ত্র
কেড়ে নাও যত অসি;
মরণের পথ দেখিয়ো না আর
ক্ষুণ্ন মানব ধর এবার মসী।
শান্তির বাণী ছড়াও প্রাণে
হে মোর চক্রধারী;
এতো দুঃখ আর সয় না মোদের
জীবন জুড়াও তুমি।
তবুও যুদ্ধ দৈত্য যদি জিদ করে রয়
বোঝাও তাদের কত হবে ক্ষয়;
হয়ত তখন বিবেক বুদ্ধি জাগবে
যুদ্ধ -শান্তির কথায় ফিরে আসবে।
তখন পিশাচের অট্টহাস থামবে;
ভগবানের সৃষ্ট অজস্র জীবন রক্ষা পাবে।