সাঁওতাল পল্লীতে
মাদল বাজে আহা রে।
গুম্ গুম্;
বোঙাবাবার গাইছে গান
নাচছে রমণী
সুন্দর তান
দিপির্ দিপাং।
সেখানে জোনাক
ডাকে অশরীরে;
ঝিঁ ঝিঁর সুরে
গীটার বাজে
বাঁশের বাঁশি
বাজছে দূরে
মাড়ির গন্ধে ভরে যায়।
মাতাল হয়ে
সাঁওতাল ভাই
মত্ত হলো ভালোবাসায়
ঢলে ঢলে পড়ে যায়।
আকাশে ওঠে
লক্ষ তারা
কোথা হতে বেদন ভরা
গান শোনা যায়।
মৃদু মন্দ বাতাস বয়
গন্ধ যেন মধুময়
মহুয়ার গন্ধ ছড়ায়
তাই ত ওরা নেচে যায়।