শান্তি চাই ওরে শান্তি নাই
শান্তি কোথায় পাবি;
মানুষের লোড হয়ে সর্বগ্রাসী
শান্তিরে করল নাশি'।
অস্ত্র ওরা কেনাবেচা করে
যুদ্ধ ওদের ব‍্যবসায়;
শুধু ধন চাই ওদের
মানুষের দাম নাই।
শান্তি চাই শান্তি চাই
শান্তিদেবী তুমি কোথায় ;
অশান্তি এখন প্রবল হয়েছে
শান্তির স্থান নাই।
হিংসা দ্বেষ আর লোড রিপু
মিলে বানাল ত্রিভুজের ধন্ধ;
পিশাচ তাই তাথৈ নাচে
পেয়েছে নরমাংসের গন্ধ।
আপোষ নাই ওরে আপোষ নাই
ওরা মিথ্যে মিটিং করে ;
শান্তির কথা বলে আর
শান্তিরে অনাদর করে।
মৃত্যুরে ডেকে আনছে
ওরা মৃত‍্যুরে আদর করে ;
কে হারে আর কেই বা জেতে
সে ত কেউ জানে না যে।
হারবে না কেউ জিতবে না কেউ
একথা সবাই জানে;
ধ্বংস শুধু ধ্বংস খুঁজবে
অস্ত্রের অহংকারে।
তাই শান্তি নাই ওরে শান্তি নাই
হলো শান্তির অবসান ;
মৃত্যুতে শেষ হবে জেনো
যাবে লক্ষ লোকের প্রাণ।