আজি এ প্রভাতে রবির কিরণে
সুখের হাওয়ায় সব মাতল;
বৃষ্টি বাদল শেষ হলো আর
শিউলির মালা গাঁথল।
আকাশের বুকে মেঘমালা ওড়ে
সাদা হংসের মতো
বাতাসে বাতাসে সুরের লহর
চঞ্চল পাখির মতো।
এলো সঙ্গীতের গুরু
সুরে সুরে তার বসন্ত জাগল
প্রাণ হলো উচ্ছল পাখিদের কলরবে
মধুপের গুঞ্জরণে মন হলো চঞ্চল।
আকাশে রঙে রঙে ছড়াছড়ি
মেঘের কতো হলো জাদুগরি;
নতুন নতুন রূপে
জীবনের কত ছবি এঁকেছে ;
তাই কত বনস্পতি সুখের খবর শুনি
অনেক ফলের সন্ধান দিয়েছে।
শরতের এমন দিনে
বসন্ত আসে পথ চিনে
বনে বনে কত ফুল ফুটেছে
প্রজাপতি মধু খেয়ে
আনন্দে রয়েছে ছেয়ে
ফুলের গন্ধে ভরেছে।