আমার ডাকে দিলে না সাড়া
বয়েই গেছে,
জানি তোমার খেলা লুকোচুরি
খেলব না যে।
মনে মনে কষ্ট পেলেও
ভুলব না যে,
সাজা তোমায় দেবই আমি
মজা হবে তোমার সাথে।
নদীতে যাব স্নান করতে
তোমার সাথে খেলব না;
কদমতলায় বাজাব বাঁশী
রাধা বলে ডাকব না।
তুমি তখন কষ্ট পাবে
লুকোব আমি কদম গাছে
খুঁজতে খুঁজতে আমায় তুমি
উচ্চৈঃস্বরে ডাকতে থাকবে।
বাতাস তোমার সাথ দেবে গো
তীব্র বেগে বইতে থাকবে ;
তবু আমি লুকিয়ে থাকব
দুঃখ পাব তোমার বেদনাতে।
আবার লুকোচুরি খেলব মোরা
শ‍্যামের বাঁশি বাজবে
রাধা বলে ডাকবে বাঁশি
গোপিনিরা আসবে।