যখন নীল আকাশে
রক্তাভ আলো আসবে
আঁধারের পর্দা ঠেলে
আর পাখিরা গানে মাতবে;
তখন আমি ভজব তোমায়
তোমারই গানের সুরে।
যখন খুঁজবে বাতাস দোরে দোরে
তোমার নাম ধরে
তুমি কেন অদৃশ্য থাকো
রূপ দেখাও না কারে।
বিশ্বরূপে বিরাজো তুমি
সবার অন্তরের অন্তঃস্থলে
সবার মাঝে ছড়িয়ে আছো
জলে স্থলে।
যখন বাজবে আমার শেষের বীণা
মরণের ডাক আসবে
শেষের গানটি গাইব আমি
নির্ভয়ে নিঃসঙ্কোচে।