সেদিন সকাল বেলায়
হিমেল হাওয়া বইছিল
বাগানে অনেক ফুল ফুটেছিল ;
রবির কিরণে তেজ ছিল না।
ঊদ‍্যানে বসি চাকরে ডাকি
কফি বানাবার আদেশ করি;
আজ কোনো কাজ ছিল না।
এমন সময় মোবাইল ফোনে
শুভ বলল "তাড়াতাড়ি এসো"
ধন্ধ লাগল হঠাৎ কেন ডাকল!
আগের রাতে ঢিবির ওপরে
রোদনধ্বনি শোনা গিয়েছিল
কেউ কোত্থাও ছিল না ;
প্রহরী তখন খুঁজল চারিদিক
কিন্তু কিছু পেল না।
তাই অতি তাড়াতাড়ি
গেলাম শুভর বাড়ি
সে বাড়ি পুলিশ ঘিরেছিল;
অবাক হয়ে ঢুকলাম ঘরে
হয়ত দেখতে পাব তারে তাই ভাবলাম;
ছড়িয়ে ছিটিয়ে সব পড়েছিল
আমি সন্তর্পণে ঘরে এলাম।
শুভ বলল:---
তখন রাত্রি দ্বিতীয় প্রহর
কান্নার আওয়াজ শোনা গেল
তিতবিরক্ত শুভ তখন
পিস্তল নিয়ে নদীপাড়ে ছুটল।
আঁধার ছিল পৃথিবী ঘিরে
নদী বয়ে চলে আপন মনে
শুধু পদশব্দ শোনা গেল
ক্রন্দনরতা কন্যা কেন
এখানে সেখানে ঘুরে গেল।
পরিশ্রান্ত শুভ তখন ফিরল ভোরবেলায় ;
দেখে কে যেন ঘর তছনছ করে যায়।
পুলিশ এসে অনুসন্ধান করল
কিছুই পেলো না সেথায়
কিছু পদচিহ্ন পাওয়া গিয়েছিল
আসান হলো না তায়।