আকাশ বলে আমায় ডেকে
যেন উদার মহান হয় ;
চন্দ্র সূর্য গ্রহ তারা সব
আমার মাঝে রয়।
যে আসে সে যায় না ফিরে
স্থানের অভাব না হয় ;
মনটা তোমার উদার হোক
হবে না কভু ক্ষয়।
বাতাস বলে আমার সনে
মনটা ভেসে যাক;
বিশ্বব‍্যেপে চলবে তখন
পাবে কর্মের ডাক।
কর্মই ধর্ম গীতায় বলে
মুনিঋষির উপদেশে ;
সফল হবার মন্ত্র এ যে
বিশ্বসংসার জানে।
সূর্য আছে বিরাট তেজে
তাই জীবের জীবন দেয় ;
সে ত ধরণীর ঊর্জার স্রোত
সকলের প্রাণ বাঁচায়।
চাঁদ আসে স্নিগ্ধ হেসে
রূপালী আলোয় ভরিয়ে দেয় ;
মায়ায় মায়ায় বুক জুড়ে যায়
শান্তির বাণী ছড়িয়ে দেয়।
বৃষ্টি আনে জলধারা
উর্বরতার জন্ম দেয়;
ফল ফুল আর অন্ন দিয়ে
সবাকার ক্ষুধা মেটায়।
সব দিয়েছ তুমি ভগবান
হিংসা দ্বেষ দিও না ;
ষড়রিপুর বশ  হলে
মানবাত্মা বাঁচে না।