নির্দিষ্ট জায়গায় পৌঁছে শুভ
মাটি কাটতে লেগেছে
এমন সময় দেবকন‍্যা
সেথায় এসে কেন হেসেছে।
"কে তুমি কে তুমি "বলে শুভ
দৌড়ে দৌড়ে পালিয়েছে;
চারজন পুলিশ দৌড়ে এসে
শুভকে বেঁধে ফেলেছে।
অট্টহাস হেসে সুজাতা
মুখোশ খুলে ফেলেছে ;
বিহ্বল শুভ অবাক শুভ
সুজাতার হাত ধরে কেঁদেছে।
ভোরের বেলায় শুভর প্রহরী
আমায় খবর দিয়েছে।
কিছু পরে সকাল বেলায়
থানায় দেখা করেছি ;
এক নামী উকিল সঙ্গে নিয়ে
শুভর কথা শুনেছি।
শুভ বলে,"কবিতা খুনের কেসে
আমায় দোষী বানিয়েছে;
আমি তো কিছুই জানি না
কি করে এসব হয়েছে।"
থানার ও.সি. জানায় আমায়
এস.পি.সাহেব ডেকেছে ;
ভালো মন্দ তোএস.পি.জানে
অনুসন্ধান এস.পিই করেছে।