সুজাতা এল বেড়ালের মতো
যেন মাছের গন্ধ পেয়েছে ;
শুভর ঘর ত আমার ঘরের
পাশেই রয়েছে।
কবিতা,সুজাতা,শুভ
একই স্কুলে পড়েছে ;
সুজাতা এখন এস.পি.হয়ে
ওখানেই বদলি নিয়েছে।
সুজাতা গেল আমার বাগানে
কত ফুল ফুটেছে;
রঙে রঙে ছড়িয়ে আলো
সুগন্ধে বাতাস ভরেছে।
মালি এলো ভূতের গল্প বলল
কে যেন সুন্দর গান গেয়েছে,
প্রহরীও বয়ান দিল
অনেক অনেক খুঁজেছে।
তারপর সুজাতা কফি পান করে
থানায় ফিরে গিয়েছে ;
সমাধান ত হলো না কিছুই
তবুও অনুসন্ধান করেছে।
সেদিন রাতে নদীর ধারে
কন‍্যার নুপুর বেজেছে;
তার গান শুনে পাগল শুভ
পিস্তল নিয়ে ছুটেছে।