যখন তাকাই দূর ঐ
দিগন্ত পানে
যেথা সূর্য নেমে আসে
পৃথ্বীর টানে।
যেথা সূর্য পৃথিবীকে দেখে
অপার ভালোবাসে
তখন লক্ষ তারার সৃষ্টি হয়
আকাশের ভালে।
তোমরা সে কথা জেনেছ কি?
দেখেছ কি সূর্য কত রঙ
বদলায়
কেন তা তাকি জেনেছ কি।
দেখেছ কি সূর্যের উল্লাস
ঊর্জা জোগায় বারো মাস
জলের রূপান্তর করে বৃষ্টি
জোগায় যেখানে আমাদের বাস।
ঐ দিগন্ত পৃথিবীর নাট‍্যশালা
যেখানে সূর্য করে রঙের খেলা
উদয়াস্ত সূর্যদেব পোশাক বদলায়
যেন পৃথিবীর মনটাকে টেনে নিতে চায়।