মৃত্যু! মৃত্যুর দ্বারী
দাঁড়ায়ে মোর দুয়ারে
জানি সময় আমার নাই ;
আত্মা আমার মিশে যাবে অনন্তে
যেখানে স্বর্গের সুখ পাই।
ব্রিটিশ বাহিনী গ্রেফতার করে
নিয়ে যাবে কারাগারে ;
অত‍্যাচার করবে ফাঁসি দেবে
শরীরটাকে ছিন্নভিন্ন করবে।
কিন্তু আত্মারূপে আমি
থাকব নিশ্চিতে নীরবে
শুধু ভাববো মাতৃভূমি
কবে স্বাধীন হবে।"-সূর্য সেন
অস্ত্র চাই অনেক অস্ত্র
অন্য কোন উপায় নাই ;
তাই মাষ্টারদা করল
ব্রিটিশের অস্ত্রাগার লুট
আর কোনো উপায় নাই।
সেই অভিযোগে ব্রিটিশরাজ
ফাঁসিতে চড়িয়ে দিল
মৃত্যুর চেয়ে মহান বীর
অনন্তে পাড়ি দিল।
সূর্য সেন! সূর্য সেন
তোমার জয়গান শুনছ
কি স্বর্গ থেকে ;
বীর শ্রেষ্ঠ তোমায় ভুলবে না
ইতিহাস
পৃথিবীর খাতায় লেখা থাকবে।