এয়ারপোর্টে নেমে শুভ
ব‍্যাঙ্গালুরুরর ট‍্যাক্সিতে চাপল;
কালো গাড়িতে কেউ যেন
তার পিছে অনুসরণ করল।;
শত শত গাড়ি যেন
আলোর মিছিল চলছিল ;
কখন যেন কালো গাড়ি
শুভকে ফেলে এগিয়ে গেল।
গা ছমছম অন্ধকারে শুভ
যেন ভয় পেল;
জনমানবশূন‍্য রাস্তায় কেউ
গাড়ি অবরোধ করল।
গাড়ি থেকে নেমে শুভ
তাদের সাথে লড়ল;
শুভর ব‍্যাগ ছিনিয়ে নিতে
শুভকে গুলি মারল।
শুভ যাচ্ছিল ব‍্যাঙ্গালুরু অফিস
নিজের ব‍্যবসাকেন্দ্রে;
মাদ্রাজের কাজ সেরে
ফেলে ওদের
কাজ দেখতে।
এমন সময় ছিনতাই হলো
ও তো জ্ঞান হারাল;
ড্রাইভার তখন অজ্ঞান শুভকে
হাসপাতালে ভর্তি করাল।
মোবাইল ফোন রইল পড়ে
কেউ তা জানে না;
টাকা ভর্তি ব‍্যাগটা তো ডাকাতে
ছুঁল না।
গুলি লেগেছিল শুভর মাথায়
চোখে হলো অন্ধকার ;
অজ্ঞান হয়ে পড়েছিল কতদিন
কেউ জানে না কে বা কার।
ছমাস পরে সুস্থ হয়ে
কবিতাকে খুঁজল;
বিরহ ব‍্যথায় কাতর ছিল
পরে কাজে মন দিল।