সূর্য যখন অস্ত যাবে
সান্ধ্য বাতি জ্বলবে না ;
কর্মবিহীন উদ্দেশ্য হীন
ক্লান্ত চরণ চলবে না।
সাঙ্গ হবে কাঁদাহাসা
শেষ হবে সব ভালোবাসা ;
জীবন যাবে কিসের টানে
সে ত আঁধার তমসা।
একটি সুর বাজবে কানে
কে যেন ডাকবে সঙ্গোপনে ;
পূর্ণ হবে সময় তখন
যেতে হবে সুদূর পানে।
হয়ত তখন বেদনা আসবে
প্রিয়জনে ছাড়তে হবে ;
ভবনদীর ওপারে তখন
বাইতে হবে তরী;
আসবে দেবতা কালো রথে
ডাকবে আমায়অজানা সুরে;
যাব আমি অচিনপুরে
আঁধার হবে সাথী।
একদিন তোমরা ভুলবেআমায়
কিম্বা কেউ মনে রাখবে
দেখব আমি আকাশ হতে
যখন লক্ষ তারা জ্বলবে।