মহাপাপী তুমি, তুমি ভগবান,
মহামারির পিতা ;
বিশ্বলোকের নিরীহ মানুষের
নও তুমি পরিত্রাতা।
দোষী নির্দোষীমরিছে সবাই
তোমার মৃত্যু বাণে;
নিষ্ঠুর তুমি দয়া নেই প্রাণে
কালের ভ্রূকুটি হানে।
মহাকাল তুমি. তুমি ভৈরব
তাণ্ডব তোমার নৃত্য ;
ভূত প্রেতের সঙ্গী তুমি
ছাই তোমার বিত্ত।
দূর করি ভয় করো নির্ভয়
সবার প্রার্থনাতে,
পূজ‍্য তুমি পূজন করি
অনেক বেদনাতে।