তোমায় খুঁজি ভালোবেসে
ঠিকানা জানিনা ;
প্রভাত রবি এলো হেসে
কেন তা ত বুঝি না।
খুশির জোয়ার আনল আকাশ
রঙ ছড়িয়ে পুবে
বাতাস বলে আসবে এবার
খুশী সঙ্গে নিয়ে।
সে কে কেউ বলল না ত
মৃদু মৃদু স্বরে;
তাই ত মনে প্রশ্ন এলো
কোথাকার সে মেয়ে।
সে যে আমার স্বপ্নে এলো
আকাশ পথ বেয়ে ;
ছমছমিয়ে বাজবে পায়েল
জানিয়ে দেবে সে কে।
তার গান ছড়িয়ে পড়বে
উঠবে ঊর্ধ্বপানে;
সে গানের মধুর আমেজ
বিশ্ব মোহিত করবে।
ভালো লাগবে বাসতে ভালো
পবিত্র গৌরবে
জীবন তখন সুন্দর হবে
গানের সুরভিতে।
হয়ত আকাশ বলবে ঠিকানা
খুশীর সমারোহে;
আনন্দের গান গাইবে সবাই
তোমায় ভালোবাসবে।