হে মোর উদাসী মন
যৌবন এসে ঝাঁপিয়ে পড়ে
তুমি থাক নির্বিকার আত্মমগন।
ঊর্বশী রূপসী নৃত্য করে
তোমায় জাগাতে চায় ;
চিত্ত তোমার উদাস হয়ে
নিজেরে না হারায়।
যৌবনের মাতাল ঝড়ে
তোমায় মাতিয়ে দিতে চায়;
তুমি থাকো ধ‍্যানে মগ্ন
নির্বিকার প্রায়।
একদিন এক চাঁদনি রাতে
মন বিকল হল;
মদনের তীরে আহত হয়ে
য‍ৌবনের মত্ততা এল।
ভুল করে ভুল মধুর হল
হঠাৎ জ্ঞান ফিরে এল;
যৌবনের মত্ততা
নিমেষে অদৃশ্য হল;
ধ‍্যানযোগী মনটা আমার
শক্তি খুঁজে পেল;
ইন্দ্রিয়সম শত্রু নাই
জ্ঞান ফিরে এল।