তুমি এক সবজান্তা মহাশয় ;
ছয়কে তুমি নয় বল
নয়কে বল ছয়।
মানুষ যখন সোজা চলে
তুমি বল উল্টো ;
জ্ঞানের বহর তোমার বড়
কেইবা সেটা জানত!!
যেন তেন প্রকারেণ
বড় দেখানো চাই ;
ভুল করেও সোজা পথে
চলা জানা নেই।
অহংকারে মত্ত হয়ে
কাউকে সমীহ না কর
অনেক জানার ঢং করে
মিথ‍্যেই প্রচার কর।
শিক্ষা ত অনন্ত ক্ষেত্র
লজ্জার বিষয় নয়;
শিখতে হবে জানতে হবে
তবেই পাবে পরিচয়।
বড় হবার মন্ত্র পাবে
যখন নম্র হবে ;
ভেবো না সবে ক্ষুদ্র অতি
তবেই মান পাবে।
পৃথিবীটা জ্ঞানের ভাণ্ডার
এটা জানতে হবে ;
না জেনে বিদ্রূপ করলে
উল্টো ফল পাবে।
সবাই তখন বলবে বোকা
অল্প জানার দোষে;
নিজেকে বড় বললেই
কি বড় হওয়া যাবে?
শুধরে নাও নিজেকে এবার
জ্ঞানের আলো পাবে;
নম্র হলে সম্মান পাবে
অহংকারে কি হবে।