বউ কথা কও ডাকছে পাখি
ভ্রমর এলো গুনগুনিয়ে কারে বা ডাকি।
ওপাখি সকাল সকাল আকাশ ছেয়েছে;
রকম রকম আওয়াজ করে তারে ডেকেছে।
ফুলে ফুলে রঙের মেলায়
সুবাস ছড়িয়েছে;
প্রজাপতি নেচে নেচে
ফুলের মধু খেয়েছে।
রক্ত রঙে রাঙিয়ে আকাশ
রবিরে ডেকেছে
মধুর মধুর মহুয়ার গন্ধে
নেশা লেগেছে।
শালিকজোড়া ছাদে বসে
ভালোবাসার কথা বলেছে;
হংসজোড়া জল সাঁতরে
ভালোবাসতে লেগেছে।
বিশ্বজুড়ে গানে গানে
প্রেমকাহিনী গড়েছে ;
ভালোবাসার টানে পৃথ্বী
রবিকে প্রদক্ষিন করেছে।
আমি এক মন্দভাগ‍্য
কেউ ভালোবাসে না ;
জীবন দিলে জীবন মেলে
এ এক মিথ‍্যে ভাবনা।