ব্যস্ত সময়, কাজের মাঝে,
তবু বলছি দাঁড়াও, কথা ছিল যে।
অনেক কথা আছে বলার,
কথার ভিড়ে কথা হাজার।
ঠোঁটের কথা ভাষায় ভরা,
যায় না বোঝা জটিল তারা।
চোখের কথা শুধুই মায়া,
জীবন বিহীন অলীক কায়া।
মনের কথা শিকল বাঁধা,
শব্দবিহীন গোলকধাঁধা।
প্রাণের কথা নাইবা বলা,
বন্দী শতেক শব্দমালা।
সকাল সন্ধ্যা করছে খেলা,
কথার জলে কথার ভেলা।
হারিয়ে যাওয়া কথার ভিড়ে,
মানুষ খোঁজা সাগর পাড়ে।
১৩/০৫/২০