অতীত যখন ডাক দিয়ে যায় ভবিষ্যৎ জালনাতে,
সাত রাঙা সব ভাবনা গুলো আছাড়ে পরে কাল্পানাতে।
আলীক জীবন আত্ম-দহন, নদীর চরেই ঘর,
জোয়ার-ভাঁটায় ভাঙা-গড়া এপার-ওপার।
অঝারা চোখ নিস্পলক, পদ্ম পাতার ভেলা,
জল ডুব-ডুব না ছুঁই পানি, রামধানু রঙ মেলা।
আদিম যত, পুরাতন স্মৃতি তোতা পাখীর স্বরে,
ডানা ঝাঁপটায় সোনার খাঁচায়, মুক্তি পাবার তরে।
ভরা কলসি উপচে ওঠে, ছলকে পরে জল,
অসার জীবন, আশার ফলন, তবু শূন্য ফলাফল।