যে নদী খরস্রোতা কূল ভরি জলরেখা,
বহি চলে, না তাকায় পাছে।
ভাঙা-গড়া নব ধারা, নতুনের পথে চলা,
তবু, পুরাতনে না করি বর্জন।
আকাশে মেঘের কেশ, নদীর উদ্যাম বেশ,
তবু, চলার না হয় শেষ।
প্রতি বাঁকে বাঁকে মেলি, সময়ের হাত ধরি,
না মানি দেশ, কাল, সীমা।
উচ্ছ্বাসিত জলধারা, প্রখর রোদেতে তারা,
না পারে থাকিতে সকাশে।
কত গ্রাম পথ ছাড়ি, সমুদ্রের সাথে মিলি,
না করি কাহারে পরোয়া।