আপনি কোথায়? আজ তো আপনার দিন।
হে সৃষ্টির দেবতা, আপনি আজও ব্যস্ত ভবিষৎ দেখতে।
রোমের ভবিষৎ! পৃথিবী ভবিষৎ! নাকি মানুষের ভবিষৎ!
আচ্ছা, আপনি এখনও ভবিষৎ দেখেন?
এখনও কি আপনার দুটি মুখ?
দেখতে পান? মানুষের শোষণ, তোষণ আর যন্ত্রণার অতীত?
আথবা হিংসা, অবসাদ আর অক্ষমতায় ঘেরা ঘটমান ভবিষৎ?


যাক সে কথা, জনিনা আপনার সময় হবে কি না?
তবে একবার ঘুরে গেলে দেখতে পেতেন পৃথিবীর বর্তামানটা,
শুধু রোম নয়! অন্য সবাইকে সেখানে টেক্কা দিয়ে আজ বাঙালীও মেতেছে বর্ষ বরণে।
জুলিয়স সিজার, অগাস্টাস বা গ্রোগোরির কৃতিত্বে নয়,
জানুয়ারীর প্রথম দিনটার অঘোষিত ছুটির উল্লাসে।
প্রার্থনা সঙ্গীত বা উপহারে নয়, মদ, মাইক, আতশবাজি আর রকম রকমারি খাবারে।
ইতিহাস যাই হোক-খৃষ্টীয়, রোমান বা গ্রেগ্রীয় অথবা তিনে মিলে এক,
তবে নিশ্চিত, এ উৎসবে আপনি আজ আর নেই।
রোমের কথা জানি না। তবে আমাদের দেশে ‘জানুস’ কে কেউ চেনে না।
আধুনিকতা আর বিশ্বায়নের জোয়ারে কেবল ‘জানুস’ নয়, ডুবে গেছে দেবতা ‘ফেব্রুয়া’, ‘মারস’, দেবী ‘আফ্রদিতি’, ‘মেন্সিস’, ‘মেইয়া’ কিংবা ‘জুনো’র কথা।
পরে আছে কেবল সময়ের গ্রাসে বিলীন, পাঁজর ভাঙা সেই সব দেব-দেবীদের কাঙ্কাল, - জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল, মে আর জুন।
সাথে পরে আছে, রাজা ‘জুলিয়াস’ ও ‘আউগুস্তুস’ এর স্মৃতির প্রতিক জুলাই আর আগাস্ট।