অনেক যোজন দূরে থাকি, সূর্য যেমন বিলায় জ্যোতি।
জাতি, ধর্ম না করি ভেদ, বায়ুর আছে প্রবল বেগ।
চঞ্চলতার বাঁধান ভাঙি, নদীর চলার ছন্দ জানি।
গাছের ছায়ার শান্তি নীরে, জুড়ায় জীবন প্রাণ সলিলে।
সূর্য, বায়ু, নদী, গাছ  তোমার ভেতর  হোক প্রকাশ।
জন্ম দিনের আশিস বার্তা, জীবন করো খোলা খাতা।
স্নিগ্ধতার মলিন  বোধ, পূর্ণ হোক আশার স্রোত।