এখন আর রাত নেই, রাতের অন্ধকারের বুক চিরে নতুন সূর্যোদয় হবে আর কিছুক্ষণ পরেই।
নতুন সূর্যের সাথে আমার এই সম্পর্কটা আজ নতুন নয়, তবে প্রায় বছর খানেক হলো সম্পর্কটা আরো গভীর হয়ে উঠেছে।
এখন আর রাতে ঘুম আসে না।
স্মৃতির ভাবনারা কেমন যেন জাপটে ধরে আমার বর্তমানকে।
এখন আর স্বপ্ন দেখি না, আশার নদীতে এখন শুধু চরা।
ব্যস্তময় আমার শহর যখন ঘুমিয়ে থাকে, আমি তখন দুচোখ ভরে দেখি তার নিস্তব্ধতা।
রাতের আকাশে মিট মিট করে তারারা, চাঁদ আর মেঘেরা খেলে লুকোচুরি খেলা।
তারা সবাই এখন আমার প্রতিদিনকার বন্ধু। আমার হাসি- কান্না আর অভিমানের নিত্যসঙ্গী।
তবে এখন আর অভিমান হয় না।
অভিমান, বিশ্বাস, ভরসা, প্রতিশ্রুতি এইসব এখন আমার কাছে নিছক শব্দ মাত্র।
তবে এইসব শব্দের মায়াতেই একদিন গা ভাসিয়ে ছিলাম, আর পুরস্কার হিসাবে পেয়েছি একরাশ নিদ্রাবিহীন রাত্রি।