স্নেহ ধন্য কবি
গত সপ্তাহে তোমার সেই পুরষ্কার প্রাপ্ত কবিতাটা পড়েছিলাম,
দুর্দান্ত তোমার কলমের জোর, অকৃত্রিম তোমার ভাবনা।
তোমার সাহসিকতার কাছে আমি নতমস্তক।
তবে একটা কথা না বলে পারলাম না,
ক্ষণিকের জন্য হলেও তোমার লেখাটা পড়তে পড়তে আমি হারিয়ে ফেলেছিলাম নিজেকে।
আবার একবার ফিরে দেখেছিলাম আমার সেই ফেলে আসা জীবনকে,
আমার মধ্যে লুকিয়ে থাকা আমি’র কাছে।
অপরাধ ক্ষমা করবেন কবি, আপনাকে তুমি বলার জন্য।
আপনার সুন্দর সৃষ্টিকে কালিমালিপ্ত করতে নয়,
সেদিন এক বন্ধু আরেক বন্ধুকে ফোন করেছিল মাত্র।
জীবনের তিক্ত অভিজ্ঞাতা আর কলঙ্কের কালো হাত থেকে সাবধান করতে।
ঔদ্ধত্য ক্ষমা করবেন, সেদিনের সেই মন্তব্যের জন্য।
‘নিজেকে এভাবে পাবলিক করো না’,
প্রত্যুত্তরে আপনি ঠিকই বলেছিলেন, ‘কবি সবকিছুকেই নিজের ভাবে’।
আমি কবি নই, আমার লেখা ভাবনার প্রকাশ মাত্র।
আমি তাই সবকিছুকে তোমার মত নিজের ভাবতে পারিনা।
বন্ধুত্বের সীমার উর্ধে আজ আপনি সত্যই কবি, শুধুই কবি।