সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা,
তাতে অবশ্য ছেলেটার কিছু যায় আসে না,
ওর মন এখন বসন্তের নতুন রঙের ছোঁয়ায় রঙিন,
চোখের পাতায়, পাখা মেলে ওড়ার স্বপ্ন।
মন নামক নতুন ইন্দ্রিয়কে সে আজ খুঁজে পেয়েছে।
নিজের অজান্তেই নিজের মধ্যে থাকা একটা অন্য আমিকে আবিষ্কার করে ফেলেছে।
নিজের জনকে কাছে পাওয়ার পরীক্ষার সামনে স্কুলের পরীক্ষা তাই আজ নগণ্য।
রাতের পর রাত জেগে থাকা, পড়াতে মন না বসা, ভালোবাসার জনকে না দেখলে মন খারাপ হওয়া, ইত্যাদি প্রেমের সব লক্ষণ গুলিই একবারে জাঁকিয়ে বসেছে।
রূপ, গুণ আর শরীরের বাইরে আপন জনকে কাছের করে নেওয়ায় ব্রত নিয়ে ছেলেটি।
সে এখন অন্য জগতের মানুষ।
ভালোবাসার স্বপ্নে ঢাকা প্রেমের জগত।
দিনের পরে দিন যায়, ক্রমে এগিয়ে আসে উচ্চমাধ্যমক, কিন্তু ছেলেটির মন বসে না পড়াতে।
আর বসবেই বা কেমন করে, তার মনটাতো জমা আছে সেই জনের কাছে।
যে তাকে নিয়েগেছে শৈশব থেকে কৈশোরে।
মন ছাড়া তো আর পড়া মনে রাখা যায় না- এ এক জটিল রোগ।
সময়ের মন দণ্ডে একেবারে টানটান উত্তেজনা।
স্কুল বনাম প্রেম এর পরীক্ষার লড়াইতে একবারে নাজেহাল অবস্থা।
স্কুল বা প্রেম নয়, সে ধরল সময়ের হাত।
আর সময়ই তাকে পথ দেখাল ওঠে দাঁড়াবার, বেঁচে থাকার।