বিশাল গগন মাঝে কোটি কোটি জানালা।
শ্রুতি, দ্যুতি, উঁকি, বুকি সবই যে অমেলা।
ইচ্ছেতে মেলে ধরা, পথ চলে হরদম।
মাঝে মাঝে বিভ্রাট, কিছু বেশি কিছু কম।
চলে সে ত অবিরত, স্থির নাহি রয়।
বহমান ইংগিতে, ইশারায় কথা কয়।
দৃশ্যত নাহি দেখা, তবুও সে ধাবমান।
গতির খেলাতে গিয়ে, সবচেয়ে আগুয়ান।
     সংক্ষিপ্ত-