ভালই লাগিতেছে তোমায় যদিও মাশকারা পড়োনি,
হার মেনেছে কনকচূড়া,
হার মেনেছে কামিনী।


খোলা চুলে মনেহইতেচ্ছে তোমায় শহরের পরী,
হার মেনেছে দেবকাঞ্চন,
হার মেনেছে হিম ঝুরি ।


কালো টিপে তুমি সুন্দর দেখাও একথা আমি জানি,
হার মেনেছে শিউলি,
হার মেনেছে হেমগনি ।


ধূসর রঙের টুপিতে লাগিতেছে তোমায় আস্ত রাধা,
হার মেনেছে গন্ধরাজ,
হার মেনেছে রক্ত গাঁদা।


খোলা হস্তে সমস্ত রূপ তোমায় দিয়াছে ঢালিয়া,
হার মেনেছে চন্দ্রমল্লিকা,
হার মেনেছে ডালিয়া ।