একটা অবসন্ন দুপুর ম্লান হয়ে
জেগে ওঠে আরেকটা নিষ্প্রভ দুপুর।
চেপে রাখা দীর্ঘশ্বাস ভয়ে ভয়ে
আমি মিশিয়ে দেই বাতাসে।


দোদুল্যমান নিমের পাতারা
ঝিরিঝিরি দোলে বাতাসে।
একটা তেঁতো অনুভূতি জাগায় মনে,
খানিকটা তীব্র।


অচেনা পাখিটা লেজ নাড়ে,
চেষ্টা করে আমার চোখে চোখ রাখার।
স্মৃতির নড়বড়ে বারান্দায় দাঁড়িয়ে
উঁকি দেই জানালায়, ঘরের ভেতর।
সদ্য হাঁটতে শেখা শিশুর মতো
টলমল করে ওঠে পা।
অচেনা পালক গুলো চেনা হয়ে যায় ধীরে ধীরে।
আমি চমকে উঠি
সেই পথভ্রষ্ট পাখিটা না!