কতটা বদলেছি?
ভেজা ঘাস দেখে পারি কি
খালি পায়ে হাঁটার লোভ সামলাতে?
বিষণ্ণ সন্ধ্যার মুখের ওপর
জানালার কপাট ঠেলে দেবার মতো
মনের জোড় কি হয়েছে এখনও?


কতটা বদলেছি?
আজও কি হাঁটতে গেলে বুনো কাঁটারা
ওড়নার কোণ টেনে ধরেনা?
সকালের ভাজা পরোটার ঘ্রাণ নাকে চেপে
হলুদ কুসুমের লোভ সামলে
এখনও কি অভুক্ত হয়েই বেড়িয়ে যাইনা?


কতটা বদলেছি?
রূপকথা এলোমেলো করা রাতগুলো
এখনও কি স্মৃতির জলে পাল তোলেনা?
জোনাকিদের ঘুম পাড়িয়ে দিয়ে
অন্ধকারে ডুবে থাকা সময়গুলো
এখনও কি ঝড় তোলেনা মনে?


কতটা বদলেছি?
কঠিন বাস্তবতাকে স্বপ্নের রঙে
রাঙাতে গিয়েই কি দিন কাটেনা এখনও?
ডায়েরির পাতায় মুখ গুঁজে
সারাদিনের পান্ডুলিপি লিখতে লিখতেই
কি এখনও ঢলে পড়িনা ঘুমে?