শুনবি নাকি জবর জবর
আমার ছেঁড়া জুতোর খবর
এ কান ও কান করে এবার
রটছে সারা গাঁয়,
তাকিয়ে দেখি কচকচে সু
হাসছে আমার পায়।


পথটা নাকি যোজন যোজন
সেইখানেতে এমন ভোজন
কোর্মা, পোলাও, ফিরনি, কাবাব
সব কুকুরে খায়,
হায়রে একি! পাড়ার লোকের
পাঁজরা গোনা যায়।


লম্বা গলা বনের জিরাফ
ঠান্ডা জ্বরে গিলছে সিরাপ
ওষুধ বিনে রসুন বিবির
পুঁজ ধরেছে ঘায়,
মানুষগুলো রোদে পোড়ে
ছাগল ঘুমায় ছায়।


শুনবি নাকি চরম চরম
এ দেশেতে পড়ছে গরম
তাইনা শুনে ছেলে বুড়ো
রইছে উদোম গায়,
তাকিয়ে দেখি ঘাসের ডগায়
শিশির ঝরে যায়।


নরের পিঠে পড়ছে চাবুক
গাধারা সব হচ্ছে ভাবুক
খরার দেশের মানুষগুলো
ঠাঁই নিয়েছে নায়,
কেমন আজব এ দুনিয়া
হায়রে হায়েরে হায়!