একটা মাছের আশায়
ক্রমাগত জাল ফেলে যাচ্ছি জলে
সেই সকাল থেকে।


একটা মাছ জালে ধরা দেবে
রূপালী শরীরে জ্বলে উঠবে
গনগনে দুপুরের সূর্য।


আমি ধীরে ধীরে আশায় আশায়
জাল টানি প্রতিবার।
পানির তলদেশ থেকে জাল টেনে তুলি।
প্রত্যেকবার জালে আটকা পড়তে থাকে
একটু একটু হতাশা।
ও বাড়ির কৃষক যখন বাড়ির পথ ধরে
আমি খালই ভরা হতাশা নিয়ে
পানির কিনারে বসে থাকি।