চিত্ত আমার মত্ত হলো
কত্ত আনন্দ
সবুজ পাহাড় রঙের বাহার
ফুলের সুগন্ধ।


দ্বন্দ্ব কিছু ছন্দ হয়ে
হুড়মুড়িয়ে খাতায়
কি মনগড়া সে ছন্দরা
দুলছে পাতায় পাতায়।


আরে আরে দ্বন্দ্ব না রে
গন্ধে ভরা ফুল
ছন্দ মেলা করছে খেলা
ছাপিয়ে নদীর কূল।


এরই ফাঁকে যখন থাকে
বিকেল পড়ন্ত
বালুর বুকে দারুণ সুখে
ঝিনুক ঘুমন্ত।