🌹🌹 কবিতার নামঃ মানুষ মানুষের জন্য🌹🌹
-------আব্দুল্লাহ আল নোমান
মানুষ হয়ে জন্মেছ তুমি এই না ভুবনে,
যেথায় পাবে কাওকে তুমি করবে উপকার সেখানে।
সৃষ্টির সেরা জীব তুমি সেটা ভুল না,
করলে উপকার পাবে তুমি সেটার সম্মাননা।
কাহাকেও করিও না বদনাম কোথাও,
পড়লেও পড়তে পারো বিপদে তারই সামনে কখনো অযথাও।
যদি পড়ে কেও বিপদে,
বাবার মতো হাতটা বাড়িয়ে দাও সামনে।
কাহারো সাথে করিও না পশুর মতো ব্যবহার,
শান্তি-ভালোবাসা পাবে না কোথাও পাবে শুধু তিরস্কার।
অন্যের কথায় ছেড়না তুমি উপকারের কথাটাও,
তবেই পাবে তুমি প্রকৃতপক্ষে শান্তি মনেও।
অনেকেই বলে উপকারীর নেই কোনো সম্মান,
প্রকৃত অর্থে উপকারের পর হয়তো গোপনে করছে তারই বদনাম।
যদি আল্লাহ ও মানুষের ভালোবাসা পেতে চাও,
পরউপকারীর মতো ভালো কাজে লেগে যাও।