ভাইয়ের রক্তে কিনেছি "বাংলা"
বাংলা আমার প্রাণ!
অমর একুশে তাই গেয়ে যাই
এই বাংলার জয়গান।।


মুখে বাংলা, অন্তরে বাংলা
বাংলাতেই করি বাস,
বাংলার তরে উজার করে
দিতে পারি  নিঃশ্বাস।


একুশ এলেই হাহাকার
ভাই হারানোর বেদনায়,
শান্তি পাই, সালাম-বরকত
মিশে আছে এই বাংলায়।


একুশ আমার রক্তে মিশে
তাই, নির্ভীক পথ চলি,
ইচ্ছে হলেই আজ মন খুলে
দেখ, বাংলায় কথা বলি।


বাংলারে যারা এনেছে ছিনিয়ে
করেছে সুমহান,
হৃদয়ে তাদের করছি স্মরণ
জানাই সশ্রদ্ধ সম্মান!