,,             এ এক আজব সভ্যতা
               পদে পদে অনিশ্চয়তা,
                   অজস্র চিন্তার
              সমাধান খুঁজতে খুঁজতে
       আমি অনেক সময় দ্বিধায় পরে যাই!


            ধীরে ধীরে অবাক বিস্ময়ে!
           নিজেকে খুঁজে চলি হন্য হয়ে
                   হঠাৎ দেখি!
                   হায়! হায়!
         অজান্তেই আমার ভুল হয়ে যায়।


           মনের সব আড়মােড়া ভেঙ্গে
           লড়াই করবাে উদ্বেগের সঙ্গে
              যত আলসেমি কারবার
              করবাে সব একাকার।
     কখনো কখনো এভাবে রাগও হয়ে যায় ।


                   অত:পর......!
               মানুষ হব বলে,
           কত-শত তীর্থের আয়ােজন
               করতে করতে
     আমার অনেক সময় দেরিও হয়ে যায় ।