হাটি হাটি পা পা করে
যখন থেকেই চলছি,
বাবা-মায়ের হাতটি ধরে
তখন থেকেই শিখছি।।


প্রাইমারি শেষ করে
মাধ্যমিকে পড়েছি,
এতদিন ছিলাম ফুরফুরে
কলেজে এসে ঠেকেছি।।


জ্বালাতন টা হলো চেনা
কলেজ টাকে পার করে,
এবার আমি নতুন সেনা
ভার্সিটি যার অন্তরে।।


মন্ত্র শত চলছি যপে
করছি পূজো বারংবার,
চান্স আমায় পেতেই হবে
নইলে জীবন অন্ধকার।।


কে জানতো এ নিয়তি হায়!
ভার্সিটি নেই কপালে,
অবশেষে জাতীয় আমায়
ঠিকানা দেয় সেই কালে।


শুনতে শুনতে কত কথা
অনার্স করেছি পার,
নিজের চোখে শিক্ষিত তথা
দশের চোখে বেকার।


সাথেই আছেন অন্তর্যামী
এই আশা বুকে ভরে,
হাল ছাড়িনি এখনো আমি
মাস্টার্স চলেছি পড়ে।


হয়তো দেশের বোঝা আমি
নিছক হাসির পাত্র,
বুক ফুলিয়ে বলছি তবু
হ্যাঁ, আমি ছাত্র।