মাগো,আমি যেদিন যাবো চলে,এই ধরণীর ছেড়ে;
কষ্ট পেয়ে কেঁদোনা মাগো,আমায় ভেবে ভেবে।
চলে যাবো এক বদ্ধ ঘরে,ছিন্ন করে সব মায়া_
শতো ডাকেও পাবেনা সাড়া থাকবো একেলা।


তবু যদি আমায় মাগো দেখতে ইচ্ছে করে_
সন্ধ্যার আকাশে খুঁজে দেখো,শুকতারার ওই পাশে।
উঠবো সেথায় তারা হয়ে তোমায় দেখার আশে,
তুমিযে আমার ভালোবাসা মাগো,ভুলবো সে কি করে!


তাতেও যদি আমায় দেখার সাধ নাহি তোমার মিটে_
মাগো,বোন দুজনের ভালোবাসার মাঝে আমার অস্তিত্ব খুঁজো।
ওদের সাথেই চলেছি মাগো,কতো সে স্মৃতির দেশে,
খুলে দেখো সব স্মৃতির পাতা,বাছাধনরে তোমার পাবে।


শীতল তোমার হৃদয় মাগো ব্যথিত হয় যদি ভেবে
আসেনা মানিক ডাকেনা কেন মধুর মা ডাক ডেকে!
মিনতি করি তখন মাগো,যেও কবরের পাশে,
বাবা!বাবা!ডেকো আমায়,সাড়া দেবো সেই ডাকে।


     রচনাকালঃ২৩সেপ্টেম্বর,২০২০