আমার বাবা মাঝে মাঝে
তার পৃথিবীতে আমাকে ডাকেন
তার গল্প ভরা পৃথিবী
তার এযাবৎ কাল সঞ্চিত
কষ্ট আর প্রাপ্তির পৃথিবী


বাবা হয়ত জানেন না
আমি অনেক আগেই
তার পৃথিবীর গোলার্ধ থেকে বেড়িয়ে
কবেই নিজ পৃথিবীর গোলার্ধে
আটকে গেছি


বাবা হয়ত এখন আমাকে চাঁদ ভাবেন
মন খারাপ করে মাঝে মাঝে
আমার দিকে  তাকিয়ে থাকেন
আমরা যেমন চাঁদ দেখি আকাশে তাকিয়ে


আমিও বাবার চোখে কখনও তাকাই
মাধ্যাকর্ষণে প্রদক্ষিণ করি-
আমাদের সম্পর্কের বলয়
আর প্রায়শঃ অনুভব করি
আমি বাবার কত দূরের পৃথিবী হয়ে গেছি।