কাজলে কালো আঁখি
সেজে এক মায়াবিনী
এ মনে পরায় শিকল
কি যে তা সম্মোহনী!


আঁখি তো আঁখি সে নয়
পাখির ও দুষ্টু ডানা
দুপাতা খোলা তবু
খানিকটা ঘোমটা টানা।


কথাতে পূর্ণ আঁখি
কি কথা? অবুঝ ভীষণ!
মুখরা সর্বনাশী
তবু যে যায় ছুয়ে মন।


আঁখির ও খামখেয়ালি
চকিতে চক্রবাকে
নিয়ে মন হেসেখেলে
ফেলে দেয় ঘূর্ণিপাকে।


তবু তো যায় না দেয়া
আড়ি ও আঁখির সনে
ক্ষণিকের ক্ষন বিরহে
নিয়ে যায় মায়ার বনে।


কাজলে কালো আঁখি
এমনি মায়ায় ঢাকা
আড়ালে থাকতে গিয়েও
আড়ালে হয় না থাকা।