দুঃখগুলো ধরে রাখো বন্ধু
     দুঃখগুলো ধরে রাখো
শুনেছি দুখের মত বড় পরশপাথর হয় না
আমি বলি, দুখের মত এমন সম্পদ আর হয় না
দুঃখ কেউ নিতে চায়না
দুঃখ কেউ নিতে পারে না।


দুঃখগুলো ধরে রাখো  বন্ধু
জানি দুখের তোরে ভাঙবে তোমার
           বুকের পাঁজর
নিশুতি রাতে একা যখন
কোন এক দুঃখদায়িনীর কথা মনে করে
চোখে নামবে পাহাড়ি ঢলের মত কান্নার জল
কখনও প্রবল উত্তাপে গলে যাবে সমস্ত ভিতর
বুকটা হবে নিরুদ্গোমিত লাভার জীবন্ত অগ্নিগিরি
তবু বলি দুঃখ গুলো তুলে রাখো  বন্ধু
ও তোমার অনুভূতিপূর্ণ হৃদয়ের জীবন্ত পতাকা।


দুঃখগুলো ধরে রাখো বন্ধু
যে তোমাকে দুঃখ দিয়ে চলে গেল
              সে চলে যাক
তার তো যাবার কথাই ছিল
      তবু তার দুঃখ গুলো থাক
যে হারে প্রনয়ের কাছে সে চলে যায়
তবু সে প্রণয়ী ছিল কোন একদিন
এঁকেছিল ওষ্ঠে তোমার তাজা গোলাপের মত
                     একগুচ্ছ চুমু
আসমানি বইয়ের মত সত্য তা তোমার কাছে
রেখে দাও আলগোছে ঠোঁটের কুঠুরিতে।


সে যদি মিথ্যা ভাবে ভাবুক না।
সে যদি ভুল ভাবে ভাবুক না।


যে গোলাপের কাছে হেরে গেছে
তার তো সত্য বলে কিছু নেই
যে স্পর্শের কাছে হেরে গেছে
তার তো সত্য বলে কিছু নেই
তোমার সত্য তুমি রাখো
এ সত্য পোড়াবে বড় নিষ্ঠুর
         দুঃখ দিবে বড়
তবু বলি দুঃখগুলো তুলে রাখো।


দুঃখগুলো তুলে রাখো যত্ন করে
       কষ্ট হলে কাঁদো একা
         নিশুতি রাতে খুব
কারও কথা আসলে মনে ঠেকিওনা
        আসতে দাও নির্দ্বিধায়
আমি জানি কোন একদিন
কোন এক মৃত আত্মার নগরীতে
তোমার মানবিক দুঃখগুলো হবে
পুনর্জন্মের অনন্য সম্ভাবনা।