তোমার আছে বিশাল আকাশ
মাঝে মাঝে প্রশ্ন তবু
         আকাশটা কার?
       আমার
নাকি অন্য কারও ।
তোমার আকাশ আমার কাছে
           ভিষন চেনা ।
আবার অচেনা কিছু যদি থেকে থাকে
সে ওই আকাশ তোমার ।
চেনা জানা আবার অচেনা অজানা ।
আচ্ছা আকাশটা কী বিশাল বলে এমন হয়
নাকি অন্য কোন কারন আছে?
তোমার আকাশ আমার কাছে
            রহস্যময় বিশালতা ।


মাঝে মাঝে আকাশটাতে
মেঘ জমে যায় ভীষন রকম
ঠিক তোমার চোখের তারায়
         যেমন কালো ।
আবার খানিক বাদে
               সূর্য ওঠে
                  সূর্য হাসে
বৃষ্টি নেমে রামধনু রং ছড়ায়
সাতরঙা মেঘ উড়ে ঘুরে
আমার দ্বারে কড়া নাড়ে ।
দুয়ার খুলে মিষ্টি হেসে
আমন্ত্রনে বলি ও মেঘ
তোমার অমন রঙিন খামে
আছে নাকি বারতা নতুন?
সাতরঙা মেঘ দুষ্টু হেসে
খামখেয়ালি বেহাগ শোনায় ।
ঘোরের মাঝেও প্রশ্ন করি
আচ্ছা ভাই সাতরঙা মেঘ
বল দেখি সত্যি করে
আকাশটা কি শুধুই আমার?
সাতরঙা মেঘ থমকে গিয়ে
প্রতুত্তরে বলে সুধু-
       তুমিই জানো ।
সত্যিই তো তাই
আমারই ঠিক জানার কথা ।
তবু তো ঠিক জানিনা
সুধু একটা প্রশ্ন জানি
    আকাশ টা কার?
আমার নাকি অন্য কারো?