রাত্রির কোলে বসে দোল খাই
অপেক্ষার প্রহরেরা সঙ্গী
ভাবনারা এলোমেলো দিশেহারা
আনমনে কবিতার ছোয়া পাই ।


মুঠোফোনে প্রেমিকার কন্ঠোস্বর
মাতাল নিঃশ্বাসের ব্যাকুলতা
রক্তে মিলনের সংগ্রাম
অনুভূতি হয়ে গেছে নিশাচর ।


শয্যায় একরাশ নিঃসঙ্গতা
শরীরের কোষে কোষে তার ছাপ
বহুদূরে এক পাখি গান গায়
তবু তার সুরে ঝরে মাদকতা ।


রাত্রির কোলে বসে ঘুমঘুম
স্বপ্নেরা এলোমেলো পাক খায়
রাত্রির আড়ালের ঢুলুনিতে
প্রেমিকার চুম্বন স্বাদ পাই ।