পৃথিবীতে মন্দা এখন ভারি
পৃথিবীতে মন্দা এখন খুব
তাইত তোমার সঙ্গে আমার আড়ি
তাইত প্রেমের পঙতি গুলো চুপ ।


সেইত কবেই চড়ুইভাতির দিন
পালিয়ে গেছে অতি ভোজের ভয়ে
তোমার আমার কোমল প্রেমের ঋণ
ফুরিয়ে গেছে নানান অপচয়ে ।


এখন সময় কঠিন লালসার
ব্যাবসা করে রক্তে আনাগোনা
এখন আমার নতুন কবিতার
যুদ্ধবাজের চরম প্রনোদনা ।


আমরা দুজন মিলব কোথায় কিসে
বিশ্বে এখন রঙিন লাভের যুগ
আবেগ গুলো মিশে গেছে বিষে
অর্থনীতির হিসেব কষে বুক ।