চাঁদের আলো
তোমায় ভালবাসব বলেই
           মিথ্যা হলে ।
তোমার বুকে অন্য আলো
ছন্নছাড়া আমার বুকে পড়েছিল
একটু সময় গুছিয়ে নিয়ে
           কি লাভ বল ?
আবার তো সেই মিথ্যা পেলাম
ঘরের আশায় বুক বেঁধে
নতুন করে ঘর হারালাম ।


চাঁদের আলো
ভীষণ ভাল লেগেছিল
যখন তোমার মিথ্যা আলো
মায়ার মত জ্যোৎস্না হয়ে
আমার শরীর ছুঁয়েছিল
ভেবেছিলাম পেয়ে গেছি সত্য আমি ।
যেমন কোরান মুসলমানের বুকের ভিতর
                      তুফান তোলে
তেমনি তোমার মায়াটাকে ছায়াটাকে
বুকের ভিতর আগলে গেছি
এখন যেমন কষ্টগুলো
বুকের ভিতর আগলে আছি ।


চাঁদের আলো
নাইবা দিতে মিথ্যে মায়া
নাইবা দিতে জ্যোৎস্না ছায়া
তার বদলে সত্য হয়ে
বুকটা আমার পুড়িয়ে দিতে
তার বদলে পুড়িয়ে আমায় উরিয়ে দিতে
                    ভালই হত ।
এখন তোমার অন্য মেরু
অন্য কোন রাতের বেলা আলো ছড়াও
মায়ার মত জ্যোৎস্না হয়ে কাউকে জড়াও ।


আমি কিন্তু রয়ে গেছি আগের মতই
তোমার মায়া ছেড়ে গেছে
ফাঁকা শরীর ফাঁকা বুকে
এখন আমি স্বপ্ন বুনি
সত্য কোন রাতের বেলা
সত্য কোন চাঁদের আলয়
ফাঁকা বুকে লাগবে আগুন
তখন আমি পুড়ে যাব
                 উড়ে যাব স্বপ্ন হয়ে ।