এ এক স্বাধীন নেই রাজ্য


এখানে কথা বলার অধিকার নেই।
এখানে হাটতে হবে খুব সাবধানে
অবাধ চলাফেরার গতি নেই।
এখানে কৃষকের গোলায় জায়গা নেই
আবার বাজারে ধানের দাম নেই।
এখানে প্রকৃতির আশীর্বাদে ফসলের জোয়ারে
ঘরে ঘরে ওঠে কান্নার রোল।
এখানে যার টাকা নেই তার শিক্ষা নেই।
এখানে নিরাপত্তা নেই,
এখানে গুপ্ত হত্যার স্বাধীনতা
এখানে স্বাভাবিক মৃত্যু নেই।
এখানে শ্রমের মূল্য নেই
ন্যায্য মজুরির অধিকার নেই।
এখানে সম্পদের স্বাধীন লুণ্ঠন
কিন্তু ঠেকাবার লোক নেই।
এখানে নীতি নেই, প্রীতি নেই
চেতনার দুয়ারে বড়সড় তালা।
এখানে আরও অনেক কিছু নেই
তারও কোন হিসেব নেই।


এ এক স্বাধীন নেই রাজ্য।